নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান সড়কে এক মিনিটে এক হাজার চারাগাছ রোপণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোক্তা ও পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কর্মসূচির পরিকল্পনাকারী ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের অধ্যাপক ড. তাপস পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপন দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ'লীগ নেতা জিএম মীর হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম। কর্মসূচিতে পৌর কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।
একটি মন্তব্য পোস্ট করুন