অনেক জায়গায়ই দেখা যায় ডাষ্টবিনের ঠিক পাশের রাস্তাতেই প্রচুর ময়লা ফেলা, কিন্তু ডাষ্টবিন একদম খালি। যেন রাস্তাটাকে ডাষ্টবিন বানিয়ে ময়লা ফেলার কথা বলা হয়েছে, আর ডাষ্টবিনগুলোকে পরিষ্কার করে সাজিয়ে রাখার জন্য দেয়া হয়েছে।
আমাদের দেশের রেল স্টেশনগুলোতে সরবরাহ করা ডাস্টবিনের কোন ব্যবহার নেই। বাসস্ট্যান্ড আর রাস্তার পাশেও একই দশা। খালি ডাস্টবিন আর তার পাশেই ছড়িয়ে থাকে ময়লা আবর্জনা। স্কুলগুলোর অধিকাংশের সামনেই দেখা যায় ময়লার স্তূপ, কিন্তু শিক্ষার্থীদের মাঝেও কোন সচেতনতা জাগানো হচ্ছে না।
ডাষ্টবিন থাকা সত্ত্বেও আমরা কেন রাস্তায় ময়লা ফেলছি? আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে না। আমরা মনে করছি আমি একা বদলালেই তো আর হবেনা, সবাইকে বদলাতে হবে। এটা ভেবে আমরা কেউই বদলাচ্ছি না। আমরা সবাই মিলে যদি ভাবতাম আমি আগে নিজে বদলাই, পরে অন্যের চিন্তা করা যাবে-তাহলেই আর এ ধরণের সমস্যার সৃষ্টি হতো না। নিজের কাজটুকু আমাদের আগে করতে হবে। আমি আগে ডাষ্টবিনে ময়লা ফেললে আমার দেখাদেখি আরও দুজন ফেলবে। তাদের দেখাদেখি আরও চারজন। এভাবেই বদলাবে পুরো দেশ। শুধু একটু কষ্ট করে নিজেকে বদলাতে হবে।
আমাদের দেশের রেল স্টেশনগুলোতে সরবরাহ করা ডাস্টবিনের কোন ব্যবহার নেই। বাসস্ট্যান্ড আর রাস্তার পাশেও একই দশা। খালি ডাস্টবিন আর তার পাশেই ছড়িয়ে থাকে ময়লা আবর্জনা। স্কুলগুলোর অধিকাংশের সামনেই দেখা যায় ময়লার স্তূপ, কিন্তু শিক্ষার্থীদের মাঝেও কোন সচেতনতা জাগানো হচ্ছে না।
ডাষ্টবিন থাকা সত্ত্বেও আমরা কেন রাস্তায় ময়লা ফেলছি? আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে না। আমরা মনে করছি আমি একা বদলালেই তো আর হবেনা, সবাইকে বদলাতে হবে। এটা ভেবে আমরা কেউই বদলাচ্ছি না। আমরা সবাই মিলে যদি ভাবতাম আমি আগে নিজে বদলাই, পরে অন্যের চিন্তা করা যাবে-তাহলেই আর এ ধরণের সমস্যার সৃষ্টি হতো না। নিজের কাজটুকু আমাদের আগে করতে হবে। আমি আগে ডাষ্টবিনে ময়লা ফেললে আমার দেখাদেখি আরও দুজন ফেলবে। তাদের দেখাদেখি আরও চারজন। এভাবেই বদলাবে পুরো দেশ। শুধু একটু কষ্ট করে নিজেকে বদলাতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন