অদম্য ব্লাড ব্যাংকের বিনামুল্যে রক্তসেবা

চৌদ্দগ্রাম টাইমস রিপোর্টার: 
পথশিশু কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের নিবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২০ জুলাই) গুণবতী ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে । শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে ক্যাম্পেইনটি চলে দুপুর ১ টা পর্যন্ত। উক্ত ক্যাম্পেইন থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহ প্রকাশ করে।
এর আগে সকাল ১০টায় ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি। এসময় গুণবতী ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন । ক্যাম্পেইন পরিচালনায় অংশ নেয় একদল দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট, সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল ও চৌদ্দগ্রাম শাখার অদম্য স্বেচ্ছাসেবীরা।

0/কমেন্ট করুন