টাইমস রিপোর্টার: গুজব বিরোধী সেবা সপ্তাহ উপলক্ষে চৌদ্দগ্রাম থানা পুলিশ ব্যাপক প্রচারণা অব্যাহত রয়েছে। ওই কর্মসুচির অংশ হিসেবে গতকাল সোমবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও গুজবের বিরুদ্ধে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ্ আল মাহফুজ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার এসআই নাছির উদ্দিন। উপাধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান টিপু, সাপ্তাহিক আমাদের প্রত্যাশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবদুল জলিল রিপন, দৈনিক ইনকিলাব এর চৌদ্দগ্রাম প্রতিনিধি আক্তারুজ্জামান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু বকর সুজন ও বাংলাদেশের খবর প্রতিনিধি এমদাদ উল্যাহ সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এদিকে চৌদ্দগ্রাম থানা প্রশাসনের পক্ষ থেকে একইদিন দুপুরে বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গুজবের বিরুদ্ধে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আবদুল্লাহ্ আল মাহফুজ, বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, সমাজসেবক নজির আহমেদ, আবদুর রহিম, আফতাবুল ইসলাম মোল্লা প্রমুখ। পরে বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ।
এসময় বাতিসা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ্ আহমেদ ভূঁইয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও লুদিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমার নেতেৃত্বে গুজবের বিরুদ্ধে ব্যাপক প্রচারনা চালায় পুলিশ।
উল্লেখ্য, গত ২৪ জুলাই “গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এ স্লোগানকে সামনে রেখে গুজব বিরোধী সচেতনতা সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ্ আল মাহফুজ। এসময় শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার, বাসষ্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিলি এবং সারা উপজেলায় মাইকিংসহ বিভিন্ন কর্মসুচি পালন করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন