বিশ্বকাপে ভারতের জয়ের প্রেরণা যারা!

টাইমস ডেস্ক: খেলার মাঠে দর্শকরাই খেলোয়াড়দের অন্যতম প্রেরণা।গতকাল ভারত-বাংলাদেশ ম্যাচে ভারতের জয়ের প্রেরণা তাদের দর্শক ও সুভানুধ্যায়ীরা বলে জানিয়েছেন তারা।পাঠক ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তাকে খেলা চলাকালীন গ্যালারিতে দেখতে পেয়েছেন নিশ্চই।এই মহীলাটির সাথেই খেলার পর সাক্ষাত করেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
এছাড়াও বিরাট কোহলি টাইগারদের প্রশংসা করে বলেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ বেশ ভালো খেলেছে। দুর্দান্তভাবে লড়াই করে যাওয়ার জন্য তারা প্রশংসার যোগ্য। তারা শেষ পর্যন্ত লড়ে গেছে। আমার তো মনে হয়েইনিংসের শেষ পর্যন্ত তারাই ম্যাচেই ছিল।
জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে। আর হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে ভারতের বিপক্ষে ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে লড়াই করেও শেষ পর্যন্ত ২৮ রানে হেরে যায় টাইগাররা।
মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচ জয়ের পর ভারতীয় অধিনায়ক বলেন, এই জয় ছিনিয়ে নিতে আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছে। কিন্তু দিনশেষে আমরা খুশি যে, ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে।
বাংলাদেশের বিপক্ষে জয়ে আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অপরদিকে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ।
আগামী শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।

0/কমেন্ট করুন