টাইমস রিপোর্টার: চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের অন্যতম কুঞ্জশ্রীপুর-কেন্দুয়া-আলকরা যোগাযোগ সড়কের বেহাল দশা।
১৪ নং আলকরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই রাস্তাটি ব্যবহার করে প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ।উল্ল্যেখ্য কুঞ্জশ্রীপুর-কেন্দুয়ার অভ্যন্তরীন এই রাস্তাটি আলকরা সংযুক্ত প্রধান যোগাযোগ সড়ক।সাধারণ মানুষ নিয়মিত চলাচলসহ সাপ্তাহিক হাটবারের জন্যেও ব্যবহার করে থাকে এই পথটি।জরুরী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ কমপ্লেক্সে যেতে হলেও যেখানে এই সড়কটি ব্যবহার করতে হয়,সেখানে এই সড়কটি পড়ে আছে বেহাল দশায়।স্থানীয় সুত্রে জানা গেছে বিগত কয়েক বছর ধরেই পড়ে আছে এভাবে।স্থানীয়দের নানান অভিযোগের পরেও উন্নয়ন হয়নি এই পথটির।যার ফলে সংযুক্ত গ্রামসহ অন্যান্য গ্রামের মানুষও পথটিতে চলতে দুর্ভোগের স্বীকার হয়।রাস্তাটির বিভিন্ন বড় বড় অংশজুড়েই ভেঙে আছে,উল্ল্যেখযোগ্য কালভার্ট অংশগুলোর বিপজ্জনক অবস্থা এছাড়াও সড়কের সরু এবং প্রসস্থহীনতায় ছোট যান চলাচলেও সমস্যা দেখা দেয়।
এই পথে নিয়মিত যাতায়াত করে স্কুল কলেজ শিক্ষার্থীরা।কয়েকজনকে জিজ্ঞেস করলে তাদের কাছে জানা যায়,কেন্দুয়া থেকে কুঞ্জশ্রীপুর পুর্বপাড়া পর্যন্ত পথটি সবার হেটে আসতে হয়।কিন্তু ভাঙা রাস্তা ও রাস্তা সরু হওয়ার কারণে অনেক সমস্যা হয় চলতে।
এছাড়াও স্থানীয় ব্যক্তি কেন্দুয়ার তাহেরের সামাজীক যোগাযোগ মাধ্যম ফেসবুক টাইমলাইন সূত্রে জানা যায় রাস্তাটির দুর্দশার কথা।তিনি এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাটির উন্নয়নের দাবী জানিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি।এলাকার সর্বসাধারণও সহমত জানিয়েছেন এই ব্যপারে।
শীঘ্রই জরুরী ভিত্তিতে এই রাস্তাটির সংস্কার ও উন্নয়ন কামনা করছে এলাকাবাসী।
একটি মন্তব্য পোস্ট করুন