চৌদ্দগ্রামে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে ও “জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯” উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে “মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান” এর শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (২৯ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে চৌদ্দগ্রাম কাঁচা বাজার প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল-মাহফুজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) ত্রিনাথ সাহা, কুমিল্লা জেলা কৃষকলীগ সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, পৌর কাউন্সিলর আব্দুল হালিম, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, চৌদ্দগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত, সোনাকাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে আরা কুলসুম, ফালগুনকরা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান ভূঁইয়া।
ব্যবসায়ী মো. রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল জলিল রিপন, আব্দুল মান্নান, আবু বকর সুজন, ফখরুদ্দীন ইমন, জসিম উদ্দীন, এম এ আলম, গোলাম রসুল, পৌর কাউন্সিলর কাজী বাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সোহাগ মাহমুদ, ছাত্রনেতা আরএইচএম অপু সহ পৌরসভাধীন সকল প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ ও বাজার ব্যবসায়ীবৃন্দ।
আলোচনা সভা শেষে চৌদ্দগ্রাম বাজারের অলিগলিতে মশার ঔষুধ চিটানোর মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

0/কমেন্ট করুন