সারাদেশে এইচএসসি পাসের হারে এগিয়ে আছে কুমিল্লা বোর্ড!

চৌদ্দগ্রাম টাইমস:

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের দিকে দিয়ে এগিয়ে কুমিল্লা। তাদের পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ।

বুধবার (১৭ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিস্তারিত ফলাফল প্রকাশ করেন।

আটটটি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের পাসের হার ৭১.০৯ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৬.৩৮ শতাংশ, যশোর বোর্ডে ৭৫.৬৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৬২.১৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০.৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৬৭.০৫ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৭১.৭৮ শতাংশ।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৫৫ হাজার ৬২৯ জন। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ৮টি বোর্ডে গড় পাসের হার ৭১.৮৫ শতাংশ।

0/কমেন্ট করুন