কুমিল্লাসহ সারাদেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু!




ঢাকা থেকে কুমিল্লাসহ সারা দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, বাড়ছে রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৭০০ রোগী ভর্তি হয়েছেন। এরই মধ্যে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা থেকেই সারা দেশে এই রোগ ছড়িয়ে পড়ছে।

ঢাকার বাইরে যেসব জেলা থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে সেগুলো হচ্ছে - কুমিল্লা, ফেনী, গাজীপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, সিলেট, যশোর, রাজশাহী, বগুড়া, ফরিদপুর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ইন-চার্জ ডা. আয়েশা সিদ্দিকা বলেন, রাজধানীর বাইরে এর আগে কিছু-কিছু জেলা থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবার রিপোর্ট পাওয়া গেছে। ঢাকার বাইরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবার সংখ্যা খুব কম। কিছু রোগী আছে যারা ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে গেছে। বিবিসি বাংলা।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সেখানে ৩৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। এদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়িতে ফেরত গেছেন। বাকি ২৭ জন এখনো সেখানে চিকিৎসাধীন আছেন।

তবে আক্রান্ত রোগীদের সবাই ঢাকা থেকে এসেছে বলে তিনি জানান। আক্রান্ত ব্যক্তিদের সবার বাড়ি রাজশাহী জেলায়। তাদের কেউ রাজশাহীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হননি বলে জানান উপ-পরিচালক ফেরদৌস।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুসাইবা হিয়া।

তিনি জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জুলাই মাসের ১৩ তারিখে তিনি ঢাকায় এসেছিলেন। সপ্তাহ-খানেক ঢাকায় থাকার পর তিনি রাজশাহীতে ফিরে যান। এরপরই জ্বরে ভুগতে থাকেন তিনি। একপর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

অন্যদিকে উত্তরাঞ্চলের আরেকটি জেলা বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৮জন রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে।

এদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে। বাকি ২৫ জন এখনো সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানান বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী।

"আক্রান্তদের অধিকাংশই ছাত্র। তারা ঢাকায় ছিল কিংবা ঢাকা থেকে আসার হিস্ট্রি (ইতিহাস) পাওয়া গেছে। ঢাকা থেকে জ্বর নিয়ে আসার পর এখানে পরীক্ষা করে ডেঙ্গু ডায়াগনোসিস হয়েছে," বলছিলেন মি: চৌধুরী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল-রুম ইন-চার্জ ডা. আয়েশা সিদ্দিকা বলেন, চলতি বছর ১০৫২৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন এবং এখন দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৭১ জন।

0/কমেন্ট করুন