কুমিল্লায় এক দিনেই ক’রোনায় সং’ক্রমিত হয়ে মা’রা গেছেন তিনজন। তাঁরা হলেন চান্দিনা উপজে’লার বল্লারচর গ্রামের ৮০ বছরের বৃদ্ধ, একই উপজে’লার নাওতলা গ্রামের এক ব্যক্তি (৬৭) ও মুরাদনগর উপজে’লার গাজীপুর গ্রামের এক বৃদ্ধ (৭৩)।
অপরদিকে কুমিল্লার মুরাদনগরে এক গ্রামেই ৩৪ জনের ক’রোনা শ’নাক্ত হয়েছে। এখন পর্যন্ত উপজে’লায় মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে এবং মোট মৃ’তের সংখ্যা ৩।
বৃহস্পতিবার মুরাদনগর উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা ডা. মোহাম্ম’দ নাজমুল আলম এসব তথ্য জানান। বৃহস্পতিবার পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত ফলাফলে নতুন করে একই গ্রামের ৫ জনসহ ৯ জনের ক’রোনা শ’নাক্ত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২১ মে পর্যন্ত মোট ৬৩০ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৫৮১ জন। প্রাপ্ত রির্পোটে মোট আ’ক্রান্তের সংখ্যা ৮০ জন। মোট মৃ’ত্যু ৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ৪ জন।
এর আগে মুরাদনগর উপজে’লার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে ১২ জন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের ২৯ জন, রহিমপুর গ্রামের ১ জন, ন’বীপুর গ্রামের ১ জন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামে ৫ জন, রামচন্দ্রপুর বাজার সংলগ্ন একইউপি সদস্যসহ ২ জন, মুরাদনগর সদর ইউনিয়নের মোহনা আবাসিক এলাকায় ১জন, একই ইউনিয়নের নাগেরকান্দি গ্রামে ৪ জন, ধামঘর ইউনিয়নের ১ জনের ক’রোনা শ’নাক্ত হয়।
চান্দিনা উপজে’লার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা আহসানুল হক বলেন, ‘গত মঙ্গলবার ভোরে জ্বর, সর্দি ও কাশির উপসর্গ নিয়ে মা’রা যান উপজে’লার ৮০ ও ৬৮ বছরের দুই বৃদ্ধ।
পরে খবর পেয়ে আমরা ওই দিন সকালে নমুনা সংগ্রহ করি। আজ নমুনা প্রতিবেদনে তাঁদের পজিটিভ আসে। এ নিয়ে চান্দিনায় একই দিনে এ পর্যন্ত তিনজন ক’রোনায় মা’রা গেছেন।’
মুরাদনগর উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা মোহাম্ম’দ নাজমুল আলম বলেন, উপজে’লার গাজীপুর এলাকার ৭৩ বছরের ওই বৃদ্ধ গত মঙ্গলবার ভোরে হৃদ্রোগে মারা গেছেন বলে পরিবারের সদস্যরা দা’বি করেন।
কিন্তু এলাকার লোকজনের দা’বি ছিল, তিনি ক’রোনায় মা’রা গেছেন। পরে স্বাস্থ্যকর্মী দিয়ে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। আজ তাঁর নমুনা পজিটিভ আসে।
এ নিয়ে কুমিল্লা জে’লায় ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন মোট ১৭ জন। এর মধ্যে দেবিদ্বারে এক নারীসহ ৯ জন, মুরাদনগরে ৩ জন, চান্দিনায় ৩ জন, কুমিল্লা সিটি করপোরেশনে ১ জন ও আদর্শ সদর উপজে’লায় ১ জন।
এ নিয়ে কুমিল্লা জে’লায় ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন মোট ১৭ জন। এর মধ্যে দেবিদ্বারে এক নারীসহ ৯ জন, মুরাদনগরে ৩ জন, চান্দিনায় ৩ জন, কুমিল্লা সিটি করপোরেশনে ১ জন ও আদর্শ সদর উপজে’লায় ১ জন।
বৃহস্পতিবার (২১ মে) নতুন করে ক’রোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ৪ জন, আদর্শ সদরে ১০ জন, লাকসামে ২ জন, চান্দিনায় ৯ জন, মুরাদনগরে ৯ জন, নাঙ্গলকোটে ৮ জন, লালমাইয়ে ১ জন, তিতাসে ১ জন, বরুড়া ১ জন ও দেবিদ্বারে ১২ জন।
আজ সুস্থ হয়েছেন ২১ জন। এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ৮৩ জন। এ পর্যন্ত মোট মৃ’ত্যু হয়েছে ১৭ জনের। জে’লা সিভিল সার্জন অফিস বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৩৬ জন, সদরে ১৯ জন, তিতাসে ১৫ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৬ জন, চান্দিনায় ৩০ জন, দেবিদ্বারে ১২১ জন।
মেঘনায় ২ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১১ জন, সদর দক্ষিণে ৬ জন, চৌদ্দগ্রামে ৩ জন ,মনোহরগঞ্জে ৭ জন, মুরাদনগরে ৮০ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ২১ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ২৬ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৪২৯ জন।
একটি মন্তব্য পোস্ট করুন