স্টাফ রিপোর্টার: “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনার আলোকে কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভাধিন ২৬টি গ্রামের বাড়ি বাড়ি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার তত্ত্বাবধায়নে এ উপলক্ষে আয়োজিত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌরসভার প্যালেন মেয়র কাজী নজরুল ইসলাম কামাল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব মো. হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলীম, পৌর কাউন্সিলর মো. ইউনুস মিয়া, পৌর যুবলীগ নেতা মো. ফরাস উদ্দীন রিপন, আবুল হাশেম, পৌর সেনেটারী ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. ইমাম হোসেন সজীব, উচ্চমান সহকারী মো. আল-আমিন, কনজারভেন্সী ইন্সপেক্টর মো. রসুল আহাম্মদ, সহকারী লাইসেন্স পরিদর্শক মো. লোকমান হোসেন, টিকাদার (সুপার ভাইজার), কাজী আমান উল্লাহ্ সুমন, আদায়কারী (বাজার) মো. শহিদুল ইসলাম, কার্য-সহকারী মো. সেলিম হোসেন, আ’লীগ নেতা মো. কামাল উদ্দীন, যুবলীগ নেতা মো. লোকমান হোসেন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন