করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পৃথিবীর অন্যান্য দেশে যে লকডাউন আরোপ করা হয়েছে - তার তুলনায় পানামার লকডাউনের নিয়মকানুন বেশ অন্য রকম।
এ দেশে লকডাউন হচ্ছে জেন্ডারের ভিত্তিতে।
সপ্তাহের সোম বুধ আর শুক্রবার শুধু মহিলারা ঘর থেকে বেরুতে পারবেন, অন্য দিনগুলোয় বেরুবেন শুধু পুরুষরা। রোববার সবাইকে বাড়িতে থাকতে হবে।
কিন্তু এ আইনে সমস্যায় পড়তে হচ্ছে যারা এ দুটির কোনটিই নন – অর্থাৎ ট্রান্সজেন্ডারদের ।
মনিকা চমৎকার রান্না করেন। তাই লকডাউনের সময়টায় তিনি মজার মজার রান্না করেই ঘন্টার পর ঘন্টা সময় পার করেন। লকডাউনের কারণে তার কাজে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পানামা সিটির বিমানবন্দরের কাছে তার বড় পরিবার নিয়ে থাকেন তিনি।
লকডাউনের মধ্যে পাড়ার দোকানে চিকেন কেনা
গত পয়লা এপ্রিল তিনি বেরুলেন পাড়ার দোকানের উদ্দেশ্যে - কিছু মুরগির মাংস কিনতে । সেদিন শুধু মহিলাদেরই বাড়ি থেকে বেরুনোর দিন।
কিন্তু দোকানে ঢুকতেই একটা ধাক্কা খেলেন মনিকা ।
পরিচিত চীনা দোকানদার বললো, “আজ আমরা তোমার কাছে কিছু বিক্রি করতে পারবো না। আজ শুধু মহিলাদের দিন।“
মনিকা একজন ট্রান্সজেন্ডার এবং তিনি একজন যৌনকর্মী।
একটি মন্তব্য পোস্ট করুন